Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যারা IP Hide করে বিভিন্ন কাজ করতে চান তাদের জন্য Hide My IP 6

প্রথমেই সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের এই সামান্য টিউন। অনেকের কাছে সামান্য হলেও বেশ কিছু লোকের কাছে এটি হবে অসামান্য।
কেননা আমরা অনেক সময় অনেক কাজ অনলাইনে করে থাকি। হোক ভাল কিংবা খারাপ। আবার অনেকেই আছেন যারা বিভিন্ন টিউন করেও ভয়ে থাকেন আইপি সমস্যা নিয়ে। যদি কেউ আইপি চিহ্নিত করে থাকে খুঁজে বের করে এই ভয় অনেকের কাজ করে। তাদের জন্য আমি নিয়ে এসেছি আজ Hide My IP  সফটওয়্যার। যেটি ১০০% কার্যকর। আমি নিজে ব্যবহার করি। আর বাড়তি কথা বলবো না সরাসরি চলুন সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলি।

>>>ডাউনলোড লিংক এখানে<<<

ডাউনলোড হয়ে গেলে প্রথমেই ফাইলটিকে আনজিপ করে ফোল্ডার থেকে Hide My IP 6 সাধারন ভাবেই ইন্সটল করে launch করুন।
এটি ওপেন হলে দেখবেন নিচে লেখা আছেন Trial Expires in 3 Days. CLICK TO BUY NOW.

নিচের ছবির মত



এটা তো হল। কিন্তু মাত্র তিন দিনের তো আর শেষ হয়ে গেলে আমাদের চলবে না। এবার আমরা দেখবো কিভাবে এটাকে প্রিমিয়াম করবো। হ্যা এই Hide My IP 6 এর সাথেই সিরিয়াল কি দেয়া আছে। কিন্তু আপনি Hide My IP 6 অপেন করে দেখবেন কোথাও সিরিয়াল কি বসানোর জায়গা নেই। তাহলে চলুন এবার আমরা দেখি কিভাবে এটাকে প্রিমিয়াম করবো।

প্রিমিয়াম করার নিয়মঃ

  • সফটওয়্যার ইন্সটল হয়ে গেলে না চাইলেও পিসি রিস্টার্ট দিন।
  • পিসি ওপেন হওয়ার পর Hide My IP 6 ফোল্ডার থেকে key অপেন করুন। সেখানে সিরিয়ার কি দেয়া আছে।
  • এবার আপনি Hide My IP 6 অপেন করুন। ওপেন হবে না।
  • এবার আপনার পিসির ডান পাশে নিচে যেখানে সাউন্ড, নেটওয়ার্ক, ঘড়ি, আরো অনেক কিছু থাকে সেখানে অ্যারো আছে। সেটাতে কার্সর নিলেই দেখবেন show hidden icons লেখা আছে। সেখানে ক্লিক করলেই দেখবেন Hide My IP 6 আছে।
  • এবার Hide My IP 6 এর উপর কার্সর রেখে আপনার মাউসের রাইট বাটন প্রেস করলেই দেখবেন অনেক গুলো অপশন চলে এসেছে যার মধ্যে একটা লেখা আছে  Enter Full License.
  • এবার সেখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন সিরিয়াল কি বসানোর জায়গা। নিচের ছবির মত।

  • এবার আপনি চলে যান সিরিয়াল কি আছে সেই নোট প্যাডে।
  • সেখান থেকে সিরিয়াল কি কপি করে এই বক্সে পেস্ট করুন। হ্যা সব গুলো একসাথে কিন্তু কপি হবে না। তাই  ছয় ভাগে ভাগ করা সিরিয়াল কি থেকে প্রথম ভাগ কপি করে বক্সের প্রথমে তারপর দ্বিতীয় ভাগ কপি করে বক্সের দ্বিতীয় ধাপে এভাবে সব গুলো কপি করে পর পর সবগুলো ঘরে বসাবেন। নিচের ছবির মত করে।

  • সব গুলো বসানো হয়ে গেলে এবার Verify  তে ক্লিক করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এ্যক্টিভ হয়ে যাবে। আর হ্যা অবশ্যই আপনার নেট কানেক্ট থাকতে হবে। তা না হলে হবে না। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এটি এক্টিভ হয়ে যাবে।
  • তারপর Hide My IP 6 অপেন করলে দেখবেন এটি প্রিমিয়াম হয়ে গেছে। সাথে আমার আইপি পরিবর্তনও করেছি। নিচের ছবির মত।

আশা করি সবার ভাল লাগবে। কারো হয়তো এটা এ্যক্টিভ করতে সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে নিচের এই ভিডিও টি দেখতে পারেন।

            ভিডিওটি দেখার

>>>> ইউটিউব লিংক<<<<

এটা আমার তৈরি প্রথম কোন ভিডিও। তাই ভুল হলে কিছু মনে না করার আহবান জানাচ্ছি।
সবাই ভাল থাকবেন আর টেকটিউনসের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তিতে আবার কোন টিউন নিয়ে হাজির হব ইনশাল্লাহ।
আমাকে ফেইসবুকে পেতে  নিচের লিংকে যান।

ফেইসবুকে আমি








Post a Comment

0 Comments