Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডাউনলোড করুন Ashampoo® Privacy Protector Version 1.1.3 এক্টিভেশন প্রসেস সহকারে

সুপ্রিয়  সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের দ্বিতীয় টিউন। প্রাইভেসী শব্দটা আমার জীবনের একটা বড় অংশকে আলাদা করে অন্যদের থেকে, আমি কি করি বা করব বা করেছি সেটা হয়ত সবার সাথে শেয়ার করিনা ; কারণ প্রাইভেসী। আর তাই যখন কেউ বা কিছু জিনিস আমার প্রাইভেসীকে নষ্ট করতে চায়, আমি তার বিরোধ করি। আশা করি আপনারাও তাই করেন।
উইন্ডোস ১০ হোক বা ফায়ারফক্স বা অন্য কোনো এপ্লিকেশন যদি প্রাইভেসী রুল ভাঙ্গে তাহলে ডিসএবল করে নেব।

কিন্তু কে কখন কি করে প্রাইভেসী ব্রেক করছে সেটা জানবেন কিকরে আর বন্ধই বা করবেন কিকরে ?

তাই আমি আজ কে আপনাদের জন্য নিয়া এলাম এসামপু প্রাইভেসী প্রটেক্টর, এমন একটি এপ্লিকেশন যে আপনার প্রাইভেসী ফুল প্রটেক্ট করবে। মুল্য মাত্র ৫০ ডলার।



তাহলে আর কথা না বলে চলুন ডাউনলোড করেনিন Ashampoo® Privacy Protector  ডাউনলোড লিংক
কিকরে ফুল ভার্সন করবেন ? সবার প্রথমে এপ্লিকেশনটি ইনস্টল করুন, কিন্তু ওপেন করবেন না। যেখানে ইনস্টল হলো আপনার সফটওয়্যারটি সেখানে খালি কপি পেস্ট করুন ash_inet2.dll ফাইলটা কে।  ash_inet2.dll ফাইল ডাউনলোড লিংক। ব্যাস হয়ে গেল ফুল ভার্সন।।।।

Ashampoo® Privacy Protector স্টার্ট পেজ



 শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন,

Post a Comment

0 Comments