আমার গল্পটা দিয়েই শুরু করি। গত কয়দিন আগে পেসের জন্য প্রায় ৪০০
মেগার rar ফাইল ডাউনলোড দিলাম। আমি একজন লিমিটেড নেট
ইউজার তাই ৪০০ মেগা আমার জন্য অনেক কিছু। এক্সট্রাক্ট করতে গিয়ে
মাথা নষ্ট হয়ে গেল। দ্বিতীয় ফাইল টা নাকি করাপ্ট। না আমার ৪০০ মেগা ত
আর জলে ফেলে দেয়া যায় না। অহ বলেতেই ভুলে গিয়েছিলাম এটা আমার
দ্বিতীয় টিউন। এখন আবার আমার প্রফাইল চেক করতে যাইয়েন না। সেখানে
গেলে ১ টিউন দেখতে পাবেন। প্রথম টিউনের গল্পটা একটু বলতেই হয়।
আপনাদের অবশ্যই মনে আছে "পৃথিবীর ভয়ংকর সুন্দরী নারী হ্যাকারগণ"
শিরোনামের টিউনটা। সেই টিউনটি ছিল আমার প্রথম টিউন যেখানে
৪০০০+ ভিউ + ১০টি টিউন মনোনয়ন + ১০০+ শেয়ার।
আচ্ছা সেখানে কি
কেউ কোন রেফারেল লিঙ্ক পাইছেন? তবে টাকা কামাই করার কোন লিঙ্ক, স্প্যাম লিঙ্ক?
না ? তবে আমার কোন সাইটের বিজ্ঞাপন? অহ ন....ও এরকম কিছুই ত
পেলেন না। একটা মজার বিষয় কি জানেন আমার না, ওই টিউনটা ডিলিট
করা হয়েছে। জানিনা কেন। আমি ত সকল রুল মেনেই টিউন করেছিলাম।
সেখানে অনেক টিউমেন্টসও আসছিল এবং একটিও নেগেটিভ টিউমেন্ট ছিল
না। তবে কেন আমার ওই টিউন টাই বেছে নেয়া হল ডিলিট করার জন্য?
অকে বুঝতে পারছি হয়ত উনারা চান না নতুন কেউ প্রথম টিউন করেই ৪
হাজার ভিউ পাক। বাই দ্যা ওয়ে অনেক সময় নিয়ে অনেক কাটাকুটি করে
টিউনটা সাজিয়েছিলাম যার নমুনা এখনও ড্রাফটস এ পড়ে আছে। ফালতু
এত্তগুলা সময় নষ্ট করেছিলাম। চাইনা আর এরকম সময় জলে ফেলতে। কি
যেন বলছিলাম, কিভানে নষ্ট হয়ে যাওয়া rar ফাইল ঠিক
করবেন। এজন্য আপনার 'Rar Recovery Toolbox' নামের
সফটওয়্যারটা প্রয়োজন। গুগল এ খুজলে সফটওয়্যারটির অনেক ভার্সন
পাবেন কিন্তু ফুল ভার্সন না করলে রিকভার করা অসম্ভব ট্রায়াল করার
সুযোগটাও নেই। আর ফুল ভার্সন করতে গেলে গাঁটের টাকা খরচ করতে হবে।
নিচ থেকে আমার সংগ্রহে থাকা ফুল ভার্সন ডাউনলোড করে নিন। টিউনটি কয়দিন আগে লিখেছিলাম এত দিন ড্রাফটসে পড়ে ছিল

ডাউনলোড
মেগার rar ফাইল ডাউনলোড দিলাম। আমি একজন লিমিটেড নেট
ইউজার তাই ৪০০ মেগা আমার জন্য অনেক কিছু। এক্সট্রাক্ট করতে গিয়ে
মাথা নষ্ট হয়ে গেল। দ্বিতীয় ফাইল টা নাকি করাপ্ট। না আমার ৪০০ মেগা ত
আর জলে ফেলে দেয়া যায় না। অহ বলেতেই ভুলে গিয়েছিলাম এটা আমার
দ্বিতীয় টিউন। এখন আবার আমার প্রফাইল চেক করতে যাইয়েন না। সেখানে
গেলে ১ টিউন দেখতে পাবেন। প্রথম টিউনের গল্পটা একটু বলতেই হয়।
আপনাদের অবশ্যই মনে আছে "পৃথিবীর ভয়ংকর সুন্দরী নারী হ্যাকারগণ"
শিরোনামের টিউনটা। সেই টিউনটি ছিল আমার প্রথম টিউন যেখানে
৪০০০+ ভিউ + ১০টি টিউন মনোনয়ন + ১০০+ শেয়ার।
আচ্ছা সেখানে কি
কেউ কোন রেফারেল লিঙ্ক পাইছেন? তবে টাকা কামাই করার কোন লিঙ্ক, স্প্যাম লিঙ্ক?
না ? তবে আমার কোন সাইটের বিজ্ঞাপন? অহ ন....ও এরকম কিছুই ত
পেলেন না। একটা মজার বিষয় কি জানেন আমার না, ওই টিউনটা ডিলিট
করা হয়েছে। জানিনা কেন। আমি ত সকল রুল মেনেই টিউন করেছিলাম।
সেখানে অনেক টিউমেন্টসও আসছিল এবং একটিও নেগেটিভ টিউমেন্ট ছিল
না। তবে কেন আমার ওই টিউন টাই বেছে নেয়া হল ডিলিট করার জন্য?
অকে বুঝতে পারছি হয়ত উনারা চান না নতুন কেউ প্রথম টিউন করেই ৪
হাজার ভিউ পাক। বাই দ্যা ওয়ে অনেক সময় নিয়ে অনেক কাটাকুটি করে
টিউনটা সাজিয়েছিলাম যার নমুনা এখনও ড্রাফটস এ পড়ে আছে। ফালতু
এত্তগুলা সময় নষ্ট করেছিলাম। চাইনা আর এরকম সময় জলে ফেলতে। কি
যেন বলছিলাম, কিভানে নষ্ট হয়ে যাওয়া rar ফাইল ঠিক
করবেন। এজন্য আপনার 'Rar Recovery Toolbox' নামের
সফটওয়্যারটা প্রয়োজন। গুগল এ খুজলে সফটওয়্যারটির অনেক ভার্সন
পাবেন কিন্তু ফুল ভার্সন না করলে রিকভার করা অসম্ভব ট্রায়াল করার
সুযোগটাও নেই। আর ফুল ভার্সন করতে গেলে গাঁটের টাকা খরচ করতে হবে।
নিচ থেকে আমার সংগ্রহে থাকা ফুল ভার্সন ডাউনলোড করে নিন। টিউনটি কয়দিন আগে লিখেছিলাম এত দিন ড্রাফটসে পড়ে ছিল
ডাউনলোড
0 Comments