Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাত্র এক ক্লিকে আপনার পিসিতে WiFi HotSpot তৈরি করুন (বেস্ট সফ্টওয়ার)

best wifi hotspot software
ডিভাইস থেকে ডিভাইসে ইন্টার্নেট শেয়ার করার ক্ষেত্রে WiFi একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম৷ এক্ষেত্রে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইসে WiFi HotSpot তৈরী অন্য় ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যায়৷ আর পিসিতে WiFi HotSpot তৈরী করার সহজ উপায় হলো:
  • এক্সর্টানাল WiFi রাউটার ব্য়বহার করে
  • WiFi HotSpot Creator সফটওয়্যার ব্য়বহার করে
আর আজকের টিউনে আমি এমন একটি WiFi HotSpot Creator সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যা দিয়ে মাত্র এক ক্লিকে আপনার পিসিতে  WiFi HotSpot তৈরী করতে পারবেন৷
পিসিতে wifi hotspot ক্রিয়েট করার জন্য অনলাইনে অনেক সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু প্রত্যেক সফ্টওয়ারে কোনো না কোনো সমস্যায় পড়তে হয়৷ এগুলোর মধ্যে Connectify সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম সফটওয়্যার, তাই এটি কেবল কিছুদিনের জন্য় ফ্রী ট্রায়াল ব্যবহার করা যায়, এরপর আপনাকে এটি কিনে ব্য়বহার করতে হবে  :(। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না৷ এক্ষেত্রে mHotSpot সফ্টওয়ারটি সবচেয়ে কার্যকরী সমাধান৷
অতি সম্প্রতি আমি mHotSpot ব্য়বহার করা শুরু করেছি, এবং এর আগে কিছুদিন আমি Connectify ব্য়বহার করেছিলাম৷ এই কিছুদিনে আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে৷ আমার দৃষ্টিতে mHotSpot, Connectify এর বেস্ট অল্টারনেটিভ, যা কিনা সম্পূর্ন ফ্রী৷
mHotSpot এর ফিচার সমুহ:
  • মাত্র এক ক্লিকেই WiFi HotSpot On/Offকরা যায়
  • দশটি ডিভাইস একসথে কানেক্ট করা যায়
  • নিজের পছন্দ মতো HotSpot Name এবং Password ব্যবহার করা যায়
  • যেকোন ধরনের ইন্টারনেট কানেকশান শেয়ার করা যায় (LAN, Ethernet,3G/4G,Wifi etc)
  • যেকোন ধরনের ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়
  • সংযুক্ত ডিভাইসের বিস্তারিত তথ্য জানা যায়
Download Now

mHotSpot Creator (১ এমবি)

mHotSpot দিয়ে চালু করার পদ্ধতি:
  • প্রথমে উপরের লিংক থেকে সফ্টওয়ার এর ফাইলটি ডাউনলোড করে নিন
  • এরপর ফোল্ডারটি Extract করে mHotspot_setup ফাইলটিতে ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি ইনস্টল করে নিন
  • ইনস্টল শেষে সফ্টওয়ারটিতে আপনার পছন্দ মতো HotSpot Name এবং Password দিন
  • এরপর ড্রপ ডাউন লিস্ট থেকে Internet Source সিলেক্ট করুন
  • এরপর আপনি কতোগুলো আপনি কতো ডিভাইস কানেক্ট করতে চান তা নির্বাচন করুন
  • এখন Start Hotspot বাটনে ক্লিক করুন
wifi hotspot for pc
সবকিছু ঠিক থাকলে আপনার পিসিতে WiFi HotSpot হয়ে যাবে৷ এখন যে ডিভাইসটি কানেক্ট করতে চান, সেটিতে WiFi ON করে HotSpot Search করে Password দিয়ে ডিভাইসটি কানেক্ট করে নিন৷ এখন থেকে প্রতিবার মাত্র এক ক্লিকেই আপনা পিসিকে WiFi HotSpot বানাতে পারবেন :)

Post a Comment

0 Comments