Tech-Tunes এ আজকেই আমার প্রথম টিউন। সো, ভুল হলে ক্ষমা করবেন।
আসসালামুয়ালাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। চলুন শুরু করা যাক আজকের টিউন। আজকে আমি টিউন করবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই হ্যাক করে দ্বিগুণ স্পীড এ ইন্টারনেট ব্যবহার করবেন আপনার Android Mobile দিয়ে। তার জন্য আপনাদের কে একটু কষ্ট করে ডাউনলোড করতে হবে খুব ই ছোট সাইজ এর একটি সফটওয়্যার। সফটওয়্যার টির নাম হচ্ছে Wi-FI Kill । সফটওয়্যার টি ব্যবহার করতে হলে আপনার ফোন কে রুট করে নিতে হবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।এই আপ্স টি গুগল প্লে স্টোরে ছিল। কিন্তু যখন দেখল যে সফটওয়্যার টি দিয়ে অনেকে খারাপ কাজ করছে তারপর গুগল তাদের প্লে স্টোর থেকে আপ্স টি ডিলিট করে দেয়। আসা করি আপনারা এটি দিয়ে কোন খারাপ কাজ অথবা কারো ক্ষতি করবেন না।
এবার সফটওয়্যার টি ইন্সটল করুন আপনার মোবাইল এ। এবার স্ক্রীণসট দেখে বাকি কাজ করে ফেলুন। স্ক্রীনসট গুলো দেখা না গেলে ভিডিও টা দেখে সব গুলো প্রচেস সম্পূর্ণ করলে আশা করি ফলাফল পেয়ে যাবেন।
এরপর যদি কোন সমস্যা হয় তাহলে Youtube থেকে ভিডিও টি দেখে নিন। আশা করি কোন সমস্যা হবে না। সবাই ভাল থাকবেন।
আপনার ফোন রুট করার জন্য এই ভিডিও টি দেখুন।
আমার জন্য দোয়া করবেন।
আর অবশ্যই আপনাদের কিছু জানার থাকলে বা কোন অভিযোগ থাকলে আমাকে জানাতে ভুলবেন না।
0 Comments