Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এবার যে কোন গান থেকে গানের বাজনা ও গান আলাদা করুন খুব সহযে।

Unnamed
আস্সালামু আলাইকুম। কেমন আছেন
আপনারা?
আজকে আপনাদেরকে একটা Awsome
সফটওয়্যার উপহার দিবো।

সাথে ফুল
টিউটোরিয়াল।
এই সফটওয়্যারটার নাম Audacity যার
দ্বার যে কোন গান থেকে মিউজিক
আলাদা করা যায়। এ ছাড়া আরো
অনেক
কিছু।
কথা না বাড়িয়ে টিউন এর নিচের লিন্ক
থেকে সফটওয্যারটা ডাউনলোড দিন।

তো আসুন মুল টিউটোরিয়ালে আসা
যাক।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন।
তারপর File->open এ ক্লিক করুন।
যেই Mp3 ফাইলের মিউজিক
আলাদা করতে চান সেটা সিলেক্ট
করে
Open
এ ক্লিক করুন। একটু অপেক্ষা করুন
ফাইলটা
Import হবে।
এবার দেখুন ফাইলটা সম্পুর্ন লোড
নিয়েছে।
এখন দেখুন ওখানে ডানপাশে ২
টা অংশে বাইরেট আছে।
ঠিক ২ টা অংশের মাঝামাঝি মাউস
কারর্সর
রেখে একটা ক্লিক করুন। দেখুন সব
বাইরেট সিলেক্ট হয়ে গেছে।
এবার উপরের আংশের বাম পাশের Track

ক্লিক করে Split stereo track এ ক্লিক
করুন। এভাবেই নিচের অংশ তেও
করবেন।
এবার উপরের Effect এ ক্লিক করে Invert
এ ক্লিক করুন।
একটু অপেক্ষা করুন দেখুন Effect লোড
নিচ্ছে।
আবারও ডানপাশের প্রথম অংশের
বামদিকের Track এ ক্লিক করে Mono
করে দিন। একই ভাবে নিচেরটাতেও
Mono
করে দিন।
এবার File->save এ ক্লিক করে File টা
সেভ
করে নিন।
এবার ওটা Play করে দেখুন ওটাতে কোন
গান নেই। যা আছে সব মিউজিক।
Click Here To Download
আরও নতুন নতুন সব টিউন পড়তে ভিজিট করুন এখানে

Post a Comment

0 Comments